
রেজাউল রাজু বাংলাদেশ টেলিভিশন এবং মিডিয়াতে একজন পরিচিত নাম। ২৭ বছর যাবত তিনি বাংলাদেশ টেলিভিশন এবং চলচ্চিত্র সুনামের সহিত কাজ করে চলেছেন।তার শুরুটা হয়েছিল ১৯৮৯ সালে বিজয় দিবসে স্কুল নাটকের অভিনয়ের মধ্য দিয়ে।বিজয় দিবসে আমরা করব জয় নাটকটিতে অভিনয় করে তিনি অভিনয় শুরু করেন,সেই নাটকটি রচনাও পরিচালনা করছেন তার স্কুল শিক্ষক স্বপন শাহা। শুরু হলো তার অভিনয়ের পথচলা। ১৯৯৫ সালে যখন তিনি কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র তখন তিনি আবারও অভিনয় করলেন কলেজ অডোটরিয়ামে নাটক রচনা করেছেন আব্দুল্লাহ আল মামুন পরিচালনা করেছেন কলেজ শিক্ষক আব্দুস সালাম নাটকের নাম ছিল এখন দুঃসময়। তারপর ঢাকায় এসে বাংলাদেশ থিয়েটার নামক একটি নাট্যদলের যোগদান করেন।অসংখ্য পথনাটক করেন নাটকগুলোর মধ্যে সুটকেস, দেখা হবে,টাকা,গণতন্ত্র,ছোট বঊ, বাপ তাই উল্লেখযোগ্য। তারপর থিয়েটার স্কুল বর্তমানে আব্দুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলে এক বছর মেয়াদী একটি ডিপ্লোমা করেন।স্কুল সমাপনী প্রযোজনা বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত ভাস্বর বন্দ্যোপাধ্যায় পরিচালনায় দুটি নাটক একেই বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটকে অভিনয় করে সে সময় ব্যপক সুনাম অর্জন করেন।